Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

বিয়ে করলেন শামীম হাসান সরকার

বিয়ে করলেন শামীম হাসান সরকার
ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ে নিয়ে মিডিয়াপাড়ায় কম গুঞ্জন ওড়েনি। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। অবশেষে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা। পর্দায় নয়, বাস্তবে বিয়ে করেছেন তিনি।

শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে অভিনেতা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলে ইত্তেফাক ডিজিটালকে জানিয়েছেন।

শামীম হাসান সরকার বলেন, ‘এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।’ তবে পাত্রী মিডিয়ার কেউ নন। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে নারাজ এই অভিনেতা। শুধু বললেন, ‘সময় নিয়ে বিস্তারিত বলবো। সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন তিনি। সে পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। এই ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানেরও দেখা মিলেছে। অবশ্য স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টেও কিছু উল্লেখ করেননি এই অভিনেতা।

 
এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪