Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সময়টা ভালোই কাটছে এই অভিনেত্রীর। এবার ঈদে তার সিনেমা ‘জ্বিন ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একদিকে চলছে সিনেমা অন্যদিকে তিনি ছুটে গেলেন শীতল বিচে।

নুসরাত ফারিয়া সবসময় সরব থাকেন ফেসবুকে। তার ঘুরে বেড়ানোসহ অনেক কিছুই শেয়ার করেন অনুরাগীদের মাঝে। সম্প্রতি তীব্র গরমের মাঝে শীতল কিছু ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা। সেখানে স্নিগ্ধতায় ভরে রয়েছেন তিনি।

তাকে দেখা গেছে কাফতান বিকিনিতে। জলকেলিতে মেতে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া।

শেয়ার করা ছবিতে দেখা যায়, বিচে কাফতান বিকিনিতে ফটোশুট করছেন এ অভিনেত্রী। খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসি যে নেটিজেনদের নজর কেড়েছেন। কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। সাইদুল ইসলাম সোহান নামে একজন নেটিজেন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ, আজকের পিক গুলো দেখে খুব ক্রাশ খাইছি।’ আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ মনোমুগ্ধকর।’ প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

 


কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪