Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন, ২০- ২৫টি গুদামের মালামাল পুড়ে ছাই

গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন, ২০- ২৫টি গুদামের মালামাল পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়িতে ঝুট (তোলার) গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ছোট-বড় ২০ থেকে ২৫টির মতো ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনটি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩ মে) দুপুর পৌণে সাড়ে ১১টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি (বেলতালা) এলাকায় ঝুট (তোলার) গুদামে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর, সোহেলসহ তাদের সহযোগী ৮-১০ জনের মালিকানাধীণ তুলা তৈরি ঝুটের গুদামে আগুণ লাগে। কোনাবাড়ী ফায়ার সার্ভিস এবং সারাব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুট গুদাম থেকে মুহূর্তের মধ্যে আগুন ছোটবড় দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর সারাব ৬টি ইউনিটের কর্মীরা ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে কাজ করে। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য ঝুট গুদাম আছে, বাম পাশে সূতা তৈরির কারখানা ও সূতার বড় একটি গুদাম আছে। আশপাশে ছোট-বড় গুদাম, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল। ২০-২৫ টির মতো ছোট-বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে।

 


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪