Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

নিজে নিজে কমিটি দিয়ে শোকজ খেলেন এনসিপি নেতা

নিজে নিজে কমিটি দিয়ে শোকজ খেলেন এনসিপি নেতা

দলীয় নীতি বহির্ভূতভাবে সার্চ কমিটি গঠন করে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। কেন্দ্র থেকে সার্চ কমিটি বাতিলের পাশাপাশি আরিফকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।

সোমবার (০৯ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে এসব বিষয় জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠনের জন্য পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত একটি ‘সার্চ কমিটি’ রাজনৈতিক পর্ষদের নজরে এসেছে। ‘অঞ্চল তত্ত্বাবধায়ক’ হিসেবে এই ধরনের কোনো সার্চ কমিটি গঠনের এখতিয়ার আপনার নেই। আপনাকে কেন্দ্র থেকে এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। অতএব, পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্চ কমিটি এখতিয়ার ও সাংগঠনিক নীতিবহির্ভূত হওয়ায় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্দেশনা মোতাবেক বাতিল ঘোষণা করা হলো।

এছাড়াও এখতিয়ার বহির্ভূতভাবে সার্চ কমিটি গঠন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদের নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

 


কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪