Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

১২৮ বছর পর অলিম্পিক গেমসে ক্রিকেট, সময়সূচি প্রকাশ

১২৮ বছর পর অলিম্পিক গেমসে ক্রিকেট, সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

প্রায় ১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে ক্রিকেট খেলা হবে। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে একবার অন্তর্ভুক্ত হয়েছিল ক্রিকেট। তারপর থেকে দীর্ঘদিন বাদ পড়ে যাওয়া এই খেলা ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবার ইভেন্ট হিসেবে যুক্ত হচ্ছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ইতোমধ্যেই নিশ্চিত করেছে, ১৪ জুলাই শুরু হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ৩৪তম আসর। তবে ক্রিকেটের টুর্নামেন্ট শুরু হবে তার দুই দিন আগে, অর্থাৎ ১২ জুলাই থেকে।

ক্রিকেটের সব ম্যাচ অনুষ্ঠিত হবে পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে, যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ছেলেদের ও মেয়েদের অংশগ্রহণে দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা হবে। প্রতিটি প্রতিযোগিতায় থাকবে ছয়টি দল, যেখানে মোট খেলোয়াড়ের সংখ্যা ১৮০।

 


এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪