Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ডাকসু ও হল সংসদের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ডাকসু ও হল সংসদের খসড়া ভোটার তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আজ (বুধবার) এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

খসড়া ভোটার তালিকা অনুযায়ী, এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৯৩২ জন। এরমধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯০৪ জন ও ছাত্রী ভোটার ১৯ হাজার ২৮ জন। মোট ভোটারের ৪৭ শতাংশের বেশি ছাত্রী আর ৫২ শতাংশ ভোটার ছাত্র।

ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৭৬ জন, শানসুন নাহার হলে ৪ হাজার ৯৮ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন।

ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১৩১৯ জন, কবি জসীমউদ্দিন হলে ১২৯৮ জন, জগন্নাথ হলে ২২৫৪ জন, শেখ মুজিবুর রহমান হলে ১৬০০ জন, শহীদুল্লাহ হলে ২০১৭ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৩৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৩৯৪ জন।

খসড়া ভোটার তালিকা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নোটিশ বোর্ডে টানানো হয়েছে।

বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে আপত্তি জানানোর শেষ সময় আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।

 
এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন