Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

ডিআইইউতে BIM আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

ডিআইইউতে BIM আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (IoT) এবং মেশিন লার্নিংকে সামনে রেখে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলমান তিন দিনব্যাপী “বিগ ডাটা, আইওটি ও মেশিন লার্নিং (BIM 2025)” আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্যারালাল সেশনের মাধ্যমে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনের প্রথম কারিগরি অধিবেশন পরিচালনা করেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফিদা হাসান। তিনি “কোয়ান্টাম যুগে ইন্টারনেট অফ থিংস সুরক্ষিত করা: থ্রিয়া ল্যান্ডস্কেপ, সময়রেখা এবং পরিবর্তনের পথ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে একাধিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিগ ডাটা, আইওটি ও মেশিন লার্নিং বিষয়ক ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এছাড়া সম্মেলনে আন্তর্জাতিক অঙ্গনের একাধিক খ্যাতিমান শিক্ষাবিদ যোগ দেন। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী মনি, যিনি চার্লস স্টার্ট ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার ফিউচার ইনস্টিটিউটের সেন্টার ফর এআই অ্যান্ড ডিজিটাল হেলথ টেকনোলজির প্রোগ্রাম লিড এবং একই সঙ্গে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যুক্তরাষ্ট্রের গবেষণা অধ্যাপক। এছাড়া অংশ নেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর মোহাম্মদ শরীফ উদ্দিন, জাপানের নারা ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাইবার রেজিলিয়েন্স ল্যাবরেটরির অধ্যাপক ইউকি কাদোবায়শি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

দিনব্যাপী আলোচনা ও গবেষণা উপস্থাপনার পর সন্ধ্যা ৬টায় শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল বাসেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ'র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান (চেয়ার-ইলেক্ট, IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার), প্রফেসর ড. মো. আহসান হাবিব (ইমিডিয়েট পাস্ট চেয়ার, IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার), প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন (সম্মেলন চেয়ার, BIM 2025 ও সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি) এবং আলিন ববি (সাংগঠনিক সম্পাদক, BIM 2025 ও মহাসচিব, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি)।

সম্মেলনের সমাপনী পর্বে অতিথিদের হাতে ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও গবেষণা ফলাফল দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 
কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন