Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

অলিম্পিকে পাকিস্তানকে সোনা এনে দিলেন নাদিম

অলিম্পিকে পাকিস্তানকে সোনা এনে দিলেন নাদিম
আরশাদ নাদিম

দীর্ঘ ৪০ বছর পর অলিম্পিকে পাকিস্তানকে সোনা জয়ের স্বাদ দিলেন আরশাদ নাদিম। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের নীরাজ চোপড়াকে হারিয়ে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা জিতলেন তিনি। এটিই পাকিস্তান অলিম্পিক ইতিহাসের প্রথম ব্যাক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতার রেকর্ড। ২০০৮ অলিম্পিকের আন্দ্রেয়াস থরকিলদসেনের রেকর্ড ভাঙ্গেন নাদিম।

তীব্র এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় ভারতের নীরাজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিমের মধ্যে। তবে পাকিস্তানের ফলাফল এবার চমকে দিয়েছে বিশ্বকে। নীরাজকে টপকে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন নাদিম। তার হাত ধরে ৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে সোনা জয়ের স্বাদ পেল পাকিস্তান।

আগের দুটি সোনা এসেছে দলীয় ইভেন্ট থেকে। ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে সোনা জিতে ইতিহাস গড়লেন নাদিম। ৬ বারের চেষ্টায় নিজের জ্যাভেলিন সর্বোচ্চ ৯২.৯৭ দূরত্বে ছুড়ে মারেন তিনি। যার ফলে ভেঙে যায় ২০০৮ বেইজিং অলিম্পিকে নরওয়ের থ্রোয়ার আন্দ্রেয়াস থরকিলদসেনের রেকর্ড।

এছাড়া গেল আসরে সোনা জেতা নীরাজ ফাইনালে কেবল একটি থ্রো সফলভাবে নিতে পেরেছেন। ৮৯.৪৫ মিটার যাওয়া সেই থ্রোতে রুপার জায়গা নিশ্চিত করেন তিনি। টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার দূরত্বে থ্রো করে স্বর্ণপদক জিতেছিলেন এই ভারতীয় অ্যাথলেট। তার পেছনে থেকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নাদিমকে। কিন্তু এবার ইতিহাস গড়েই সোনার পদক লুফে নিয়েছেন ২৭ বছর বয়সি এই অ্যাথলেট।


এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪