Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগকে ক্ষমা করবে না চরমোনাই পীর

আওয়ামী লীগকে ক্ষমা করবে না চরমোনাই পীর
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, তারা আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই ক্ষমা করতে রাজি নন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড় চত্বরে দলটির জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, ১৮ কোটি মানুষ তাদের মাফ করলেও আমরা মাফ করতে পারি না। আমরা পরিষ্কার বলেছি, জালেমদেরকে আমরা সুযোগ দেব না, মাফ করব না। ইসলাম এটা শেখায় নাই। ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার হবে। অন্যায়কারীদের বিচার হবে। খুনিদের বিচার হবে। তা না হলে সন্ত্রাসীরা আবারও আমাদের দেশে ভর করবে।

এ ছাড়া তিনি বলেন, এই আন্দোলনে হাজারের ওপরে মানুষ হত্যা করা হয়েছে । ঘরের ভেতরেও আমাদের মা-বোনেরা নিরাপদ ছিল না। যারা এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে, তাদেকে মাফ করবো? তা হতে পারে না। তাদের যথাযথ বিচার হতে হবে।

এ গণসমাবেশে ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি ডা. ইউনূস আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সিরাজী।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আলেমদের এক সভায় সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেছেন যে জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরতে চায় না।

তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে। বিগত আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারত্বের অবসান চায়। যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায়, ছাত্র-জনতার পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে।

এ ছাড়াও তিনি নব্যচাঁদাবাজ, দখলবাজ, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত যৌথ অভিযান শুরু করার আহ্বান জানান।

 
কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন