Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শেরপুরে পীরের দরবারে হামলা-অগ্নিসংযোগ

শেরপুরে পীরের দরবারে হামলা-অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

শরিয়ত পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে শেরপুর সদরের লছমনপুর মুর্শিদপুর পাক দরবার শরিফের খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে স্থানীয় জনতা। এসময় গুড়িয়ে দিয়েছে পীরের আস্তানা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা এ হামলা চালায়।

স্থানীয়রা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দোজা পীরের আস্তানা বন্ধের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। কিন্তু পীরের সেই আস্তানা বন্ধ না করে শরিয়ত পরিপন্থী কর্মকাণ্ড চালাতে থাকে। গত ২৬ নভেম্বর ভোরে দোজা পীরের দরবারে হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা ও দরবারের মুরীদদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে দরবার বিরোধী পক্ষের হাফেজ উদ্দিনের অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৭ নভেম্বর সকালে মারা যান তিনি।

এদিকে, বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় একটি কলেজ মাঠে নিহতের জানাজা চলাকালে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা জানাজা শেষ না করেই ওই পীরের আস্তানায় হামলা চালায়। এসময় অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় পীরের আস্তানা। এসময় পীরের বাড়িতে থাকা সকল মালামাল লুটপাট করে জনতা। সকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও হাজার হাজার জনতার তোপের মুখে ফিরে যান তারা।

 


কেএ

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন