Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ক্যাম্পাসে শীতের জৌলুশ: তারুণ্যের উচ্ছ্বাস

ক্যাম্পাসে শীতের জৌলুশ: তারুণ্যের উচ্ছ্বাস
গ্রাফিকস দেশ দেশান্তর ২৪.কম

বাংলাদেশের ঋতুচক্রের পালাবদলে প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ এই শীতকাল। ষড় ঋতুর এই বাংলাদেশে প্রতি দশ মাস অন্তর আসে শীতকাল। শীতের এই সৌন্দর্য ফুটে ওঠে সকালের সূয্যি মামার মিষ্টি রোদ। প্রতিবারের ন্যায় এবারের শীতেও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের রুপ ও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহুগুণ।

সকালের কুয়াশাচ্ছন্ন ক্লাসরুমের জানালায় ভেদ করে আলোকিত হয় মিষ্টি রোদের উষ্ণতায়। শীতের আমেজের কোনো যেন কমতি নেই প্রিয় ক্যাম্পাস জুড়ে। সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত থাকে সবার প্রিয় ক্যাম্পাস আর সৃষ্টি হয় আড্ডা দুষ্টু মিষ্টি গল্পের। আর সেসব আড্ডা অনুভূতি ও দুষ্ট মিষ্টির কথা তুলে ধরেছেন দেশদেশান্তর২৪ এর ডিআইইউ প্রতিনিধি নুর ইসলাম

অর্থনীতি বিভাগের  শিক্ষার্থী আহনাব মুনতাসির বলেন, শীতের কুয়াশায় ঢেকে থাকা ক্যাম্পাসের পথ যেন এক অনন্ত স্মৃতির জাদুঘর, যেখানে প্রতিটি পদচিহ্নে লুকিয়ে আছে একেকটি গল্প। সাদা বিল্ডিং এর ছাদের ভোরের হিমেল হাওয়া আর লাল সূর্যের আভা মিলেমিশে ক্যাম্পাসের প্রতিটি কোণে যেন এক স্বপ্নের মায়া এঁকে দেয়। ক্যান্টিন এর চায়ের কাপে ধোঁয়া ওঠা আড্ডা, উষ্ণতায় মাখা বন্ধুত্ব আর শীতের ঝরাপাতা—এইসব মিলেই ক্যাম্পাস যেন এক নিঃশব্দ কবিতার খাতা। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোছা. আফরীন শাহিন তিশা বলেন, শীতের সকালে ক্যাম্পাসের লন জুড়ে ছড়িয়ে থাকা শিশিরবিন্দুগুলো যেন হাজারো মুক্তোর মতো ঝকমক করে। ক্লাসের ফাঁকে গায়ে চাদর জড়ানো বন্ধুদের গল্প, ক্যান্টিনে ধোঁয়া ওঠা চায়ের কাপ আর লাইব্রেরির কোণায় উষ্ণ আলোয় পড়ার মুহূর্তগুলো সবকিছুকে যেন আরও জীবন্ত করে তোলে। সকালের গার্ডেন এর রোদ পোয়ানোর আড্ডা, ক্যান্টিন এ গিটারের সুরে মিশে থাকা কুয়াশার নীরবতা সাথে অন্যন্য মাত্রা যুক্ত করে ক্যাম্পাস এর মিলন মেলা পিঠে উৎসব -এই ঋতুতে ক্যাম্পাস শুধু শিক্ষার স্থান নয়, বরং এক অনন্য অনুভূতির উপন্যাস।

আসি আসি বলে, শীত এসেই গেলো...

রৌদ্রের মৃদু তাপ, শিশির ঝরা আর কুয়াশাচ্ছন্ন ভোরবেলা চারিদিক আর 

ধোঁয়ার মতন বাষ্পকণা উড্ডীন প্রাণ প্রিয় ক্যাম্পাস।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী মেঘলা বলেন, সাধারণত শীতকালে পড়াশোনা করতে মন না চাইলেও ক্যাম্পাসে এসে ক্লাস করতে খুব ভালো লাগে। শীতের সকাল হয়তো ঘুমিয়েই কাটানো হত,কিন্তু ক্লাস করার তাগিদে ক্যাম্পাসে আসা হয় সেই সাথে শীতের স্নিগ্ধ প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায়। ক্যাম্পাসের প্রাকৃতিক আবহাওয়া ও পরিবেশ যথেষ্ট মনোমুগ্ধকর। ক্যাম্পাসে কুয়াশাচ্ছন্ন সকাল, রৌদ্রময় দুপুর এবং মৃদু-মন্দ বাতাসে ঘেরা অপরাহ্নে ক্লাসে, লাইব্রেরিতে কিংবা ক্যান্টিনে কাটানো মূহুর্তগুলো আশা করছি স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফ মোল্লা বলেন, শীতকালের ক্যাম্পাস জীবনে এক অন্যরকম ভালো লাগা কাজ করে । প্রচন্ড শীতে গায়ে শীতের পোশাক জড়িয়ে ক্যাম্পাসে যাওয়া, ক্লাস করা, বন্ধুরা মিলে আড্ডা দেয়া সব মিলে ক্যাম্পাস যেনো হয়ে ওঠে শীতের আমেজের কেন্দ্রস্থল । এছাড়াও এই শীতে একটা বিশেষ মাত্রা যোগ করেছে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থীদের জন্য চালু হওয়া এসটিসি। যেখানে বিভিন্ন খেলাধুলার ব্যাবস্থা করা হয়েছে। সব মিলিয়ে শীতকাল তার রুপ,সৌন্দর্য দিয়ে আগলে রেখেছে প্রিয় ক্যাম্পাসকে।

 

প্রিয় পাঠক, আপনিও দেশদেশান্তর২৪.কম অনলাইনের অংশ হয়ে উঠুন। আত্মকথা, লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-[email protected]-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
আত্মকথা ও মতামত উভয়ই লেখকের একান্তই নিজস্ব মতামত । লেখকের মতামতের সাথে দেশদেশান্তর২৪.কম এর কোন সম্পৃক্ততা নেই।

কেএ