Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পুরোনো ছবি পোস্ট করলেন স্বস্তিকা

পুরোনো ছবি পোস্ট করলেন স্বস্তিকা
স্বস্তিকা মুখার্জি

মায়ের মতো হুবহু চলার চেষ্টা করেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছোট থেকেই তার এমন ইচ্ছা। যেন তাকে ঠিক তার মায়ের মতোই লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে কোনও এক বিয়েবাড়ির থ্রো ব্যাক ছবি শেয়ার করেন এ অভিনেত্রী।

ছবিতে দেখা যায় তিন জন বসে আছেন। লাল পাড় সাদা শাড়ি পরে অভিনেত্রী মা বসে আছেন গালে হাত দিয়ে, পাশে বসে স্বস্তিকা ঠিক একই ভাবে গালে হাত দিয়ে বসে।

আবেগঘন হয়ে অভিনেত্রী লেখেন, ‘ছোটবেলাটা বেশ ছিল হঠাৎ কবে যেন বড় হয়ে গেলাম। চারদিকে এত বিয়েবাড়ি, আমাদেরও একটা বিয়েবাড়ির ছবি খুঁজে পেলাম।’

তবে একাধিক নেটিজেনদের মতে ছবিটা হঠাৎ দেখলে অভিনেত্রীর মাকে দেখে স্বস্তিকাই মনে হচ্ছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মায়ের মতো দেখতে লাগবে, জীবনের একমাত্র লক্ষ্য আমার। মায়ের মতো চুল হবে, মায়ের মতো বসব, কথা বলব মায়ের ছায়া হয়ে বাঁচব।’

পোস্টের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘একদম ডানদিকে আপনাকে দেখতে পাওয়ার আগে সত্যিই ভেবেছিলাম এটা আপনার ছবি।’ আরেকজনের ভাষ্য, ‘বাহ্... আপনাকে পুরো আপনার মায়ের মতো দেখতে।’

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪