হোমনায় ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
কুমিল্লার হোমনায় ইসকন নিষিদ্ধের দাবিতে ও এ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম হোমনা উপজেলা শাখার আয়োজনে রবিবার উপজেলা সদরে প্রদক্ষিণ শেষে হোমনা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোত্তালিব খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মো. ইব্রাহিম,সহ-সভাপতি মাওলানা মুফতি নুরুজ্জামান, মাওলানা জালাল উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা তাইজুল ইসলাম,পৌর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা রহমত উল্লাস আশেকী, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কাসেমী,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সবুজসহ নেতৃবৃন্দ ও কয়েক হাজার ধর্মপ্রান মানুষ মিছিলে অংশ গ্রহণ করে।
এএজি