ভ্রান্তি
আজীবন ই তামাকে সোনা
আর দস্তাকে ভেবেছি হীরা।
জল ভেবে আজলা পেতে
পেয়েছি মরিচীকা।
আলো ভেবে কতো যে,
পিছু ছুটেছি আলেয়ার
বর্ণিল কত রূপ নিয়ে
লুকোয় বর্ণকার।।
পদ্ম পাতায় জলের নাচন
দেখিতে শোভন,মুগ্ধ মন
ধরতে গিয়ে খুজেঁ পেয়েছি
বিষের আলিঙ্গন ।
নীল চাঁদের দেশে ভেসেছি
জ্যোৎস্না রাতে
কলংকমাখা চাঁদ
বিদ্রুপের হাসি ঢেলেছে।
দৌঁড়ে দৌঁড়ে পাড় হতে চেয়েছি
শূনীল সাগর দিঘীর জল
পিছু ফিরে দেখি
ডুবে গিয়েছি অতল তল।
কলমে- জোহুরা জ্যোতি
এএজি