নিয়োগপত্র পেলেন ৪০ বছর পর
পশ্চিমবঙ্গের হুগলী জেলায় প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন তরুণ বয়সে। ৪০ বছর পর নিয়োগপত্র পেলেন, কিন্তু ততদিনে বয়স হয়ে গেছে। চাকরির সুযোগ হারালেন।
১৯৮৩ সালে হুগলী জেলায় প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্যানেল তৈরি করা হয়। এই প্যানেলে স্থান পাননি কয়েকজন চাকরি প্রার্থী। তারা দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেন।
এই মামলার নিষ্পত্তি হয় গত ২০ ডিসেম্বর। হাইকোর্ট চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেন। সেই অনুযায়ী নিয়োগপত্র দেয়া হয়েছে ৬৬ জনকে।
কিন্তু এই নিয়োগপত্র তাদের কাছে যেন এক কাঠি কঠিন। কারণ, নিয়োগ কার্যকর হওয়ার দিন ২০১৪ সালের ৮ আগস্ট। সেই হিসেবে তাদের নিয়োগের তারিখ থেকে ৪০ বছর পেরিয়ে গেছে।
এই ৬৬ জনের মধ্যে চারজন প্রয়াত। বাকিদের ৬০ বছর পেরিয়েছে, যা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বয়স। এদের কারো বয়স ৭০ পার হয়ে গিয়েছে।
নিয়োগপত্র হাতে পেয়ে বিস্মিত জাঙ্গি পাড়ার দেবব্রত ঘোষ, পাণ্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য, পুরশুড়ার প্রশান্তকুমার ঘোষরা। আবেদনকারীদের অন্যতম স্বপনকুমার ঘোষ প্রয়াত হয়েছেন ২০১৮ সালে। তার পরিবারও নিয়োগপত্র পেয়ে অবাক।
স্বপনের স্ত্রী মাধবী বলেন, "আমাদের লুকিয়ে মামলার খরচ জোগাতেন। বলতেন, মামলা জিতলে চাকরি পাবেন। আজ চাকরির চিঠি এল, কিন্তু উনি নেই। টাকার অভাবে ওর চিকিৎসা ঠিকঠাক করানো যায়নি।"
এই নিয়োগপত্র তাদের কাছে যেন এক ধরণের পরিহাস। তারা চাকরি পেতে চান, কিন্তু বয়স হয়ে গেছে। এখন আর চাকরি করার মতো শক্তি নেই।
এমআইপি