Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১২ মে ২০২৪

বনবিবি: সুন্দরবনের কাহিনী ও পার্নোর রাজনীতি

বনবিবি: সুন্দরবনের কাহিনী ও পার্নোর রাজনীতি
ছবি: সংগৃহীত

অভিনেত্রী পার্নো মিত্রের নতুন ছবি বনবিবি সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ছবিতে সুন্দরবনের মানুষদের জীবনযাপন ও তাদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে।

ছবির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে পার্নো বলেন, "দশটা দিন ওখানে কাটিয়েছি অনেক কষ্ট করে। লঞ্চেই থাকা, কোনো ভ্যানিটি ভ্যান ছিল না। সবচেয়ে কষ্টকর ছিল কাদার মধ্যে হাঁটা। পায়ের তলায় ম্যানগ্রোভের কাঁটা ফুটে ফুটে খুব কষ্ট হতো।"

২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর পার্নো এখনো রাজনীতির সাথে যুক্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমি এখনো বিজেপি ছাড়িনি। কিন্তু আর অ্যাকটিভ পলিটিক্সে যুক্ত নেই। তবে পরে আবার সক্রিয় রাজনীতিতে ফিরব কিনা জানি না। মনে হয় দেখা যাবে।"

বনবিবি ছবিটি পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ এবং প্রযোজনা করেছেন রানা সরকার। এতে পার্নো মিত্র ছাড়াও অভিনয় করেছেন সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, আর্য দাশগুপ্ত প্রমুখ।

ছবিটিতে সুন্দরবনের মানুষদের জীবনযাপন, তাদের সংগ্রাম, পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব, এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের তুলে ধরা হয়েছে।


এমআইপি