Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪

গণতন্ত্র বাঁচাতে পুনরায় নির্বাচনের কোনো বিকল্প নেই : প্রিন্স

গণতন্ত্র বাঁচাতে পুনরায় নির্বাচনের কোনো বিকল্প নেই : প্রিন্স
(ছবি সংগৃহিত)

গণতন্ত্রকে আওয়ামী লীগ আইসিইউতে পাঠিয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, গণতন্ত্র বাঁচাতে পুনরায় নির্বাচনের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৯ মার্চ) ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ঈদগাহ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হালুয়াঘাট পৌর এবং উপজেলার সদর, কৈচাপুর, জুগলী, গাজিরভিটা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হালুয়াঘাটের রাজনৈতিক, পেশাজীবী, ব্যবসায়ী, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রিন্স বলেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারি ইলেকশনের নামে সিলেকশন করেছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়ে তাদের পারিবারিক, কর্ম ও রাজনৈতিক জীবন বিপর্যস্ত করে দিয়েছে। শুধু বিএনপি নয়, জনদুর্ভোগ সৃষ্টি করে জনগণের জীবনও বিপর্যস্ত করে দিয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে গ্রামের একজন নিরীহ কর্মী- সকলেই আওয়ামী লীগের যাতাকলে পিষ্ট হয়ে নিগৃহীত। শুধু মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে ৪৫ লক্ষাধিক নেতাকর্মীকে। ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে নির্বাচন করেছে তারা। লাখ লাখ নেতাকর্মী এমনকি তাদের পরিবার পরিজনও বাড়িতে থাকতে পারেনি তাদের নিপীড়নে।

তিনি আরও বলেন, এখনো তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ নিপীড়ন ও দুর্ভোগের শিকার। কত তালিকা চান ওবায়দুল কাদের? গোটা দেশই তো তাদের নির্যাতনের কবলে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহর সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, অধ্যাপক আমজাদ আলী বক্তব্য রাখেন।
এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৩ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪