Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪

শেরপুরের কৃষকদের নকল ধান বীজের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

শেরপুরের কৃষকদের নকল ধান বীজের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

শেরপুরের সদর উপজেলার তাতালপুর সোনাবরকান্দা গ্রামের প্রায় ৫০ জন কৃষক নকল ধান বীজ ব্যবহার করে চারা রোপণ করে ফলন না পেয়ে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে কৃষকরা নকল বীজ বিক্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কৃষকদের সমস্যার কথা শুনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

স্থানীয় ডিলারদের কাছ থেকে দুই মাস আগে বিভিন্ন কোম্পানির বীজ ধান ক্রয় করে রোপণ করা হয়। আশপাশের ধানী জমিতে ফলন আসলেও তাদের ধান গাছে ফলন হয়নি, বরং গাছ বড়ও হয়নি। ধান গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। সোনাবরকান্দা গ্রাম ছাড়াও আশপাশের আরও অনেক গ্রামের অন্তত ২০০ একর জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে।

স্থানীয় বীজ ডিলারের বক্তব্য ,বীজের কারণে নয়, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে ধানের ক্ষতি হতে পারে। কৃষকদের সমস্যার কথা শুনে পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযুক্ত কোম্পানির বলছেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


এমআইপি

নামাজের সময়সূচী

সোমবার, ১৩ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪