Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১২ মে ২০২৪

ডোমারে জমে উঠেছে ঈদের কেনাকাটা

 ডোমারে জমে উঠেছে ঈদের কেনাকাটা
(ছবি সংগৃহিত)

নীলফামারীর ডোমার উপজেলায় জমে উঠছে ঈদের কেনাকাটা।ঈদুল ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঈদের কেনা-কাটা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা পর বিপণীবিতান গুলোতে বাড়ছে ক্রেতাদের সমাগম।

উচ্চবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ যার যার সাধ্যমত কেনাকাটা করছে।ফলে জমজমাট ভাবে চলছে ঈদ বাজার। বড় বড় বিপণী বিতানের পাশাপাশি ফুটপাটের দোকানদাগুলোতে কেনাকাটায় মানুষের পদচারন বেশি। ফুটপাতের দোকানগুলোতে খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষের ভিড়ই বেশি।

উপজেলার বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে - বিপনী বিতান গুলোতে বাহারি রকমের দেশি-বিদেশি কাপড়ে পসরা নিয়ে বসেছে দোকানিরা। ক্রেতারা পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট,থ্রী-পিস, ছোট বাচ্চাদের কাপড় বেশি কিনতেছে।এ বছর ঈদ গরমের মধ্যে পড়ে যাওয়ায় শুতি কাপড়ের চাহিদা একটু বেশি। এছাড়াও জুতা দোকান ও কসমেটিকস এর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড়। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিকিকিনি।

উপজেলার একজন কাপড় বিক্রেতা বলেন, “এবার ঈদ ও পহেলা বৈশাখ পাশাপাশি হওয়ায় বেচা বিক্রি ভালো চলছে। নারী ও ছোট শিশুদের কাপড় বিক্রি হচ্ছে বেশি।”আরেকজন বিক্রেতা বলেন, “ঈদের চাহিদা অনুযায়ী দোকানে পর্যপ্ত পরিমাণে কাপড় আছে।‌ ছোটদের কাপড় তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে।” বাজার পরিস্থিতি সম্পর্কে একজন ক্রেতা বলেন, “বাজারে তো সব জিনিসের দাম মোটামুটি বেশিই। তাই আমরা নিজের সাধ্যের মধ্যেই কেনাকাটা করছি।”

আরেকজন ক্রেতা বলেন, “ঈদের আনন্দে সঙ্গে এবার যুক্ত হয়েছে,পহেলা বৈশাখ। দুই উৎসব মিলে একসঙ্গে কেনাকাটা করছি। তবে সব জিনিসের দাম একটু বেশি।” এদিকে বড় দোকানের কারণে ফুটপাতে আগে তুলনায় বিক্রি একটু কম বলে, একজন বিক্রেতা জানায় - গতবছরের তুলনায় এবার আমাদের বেচাবিক্রি কম চলতেছে। ফুটপাতে মানুষ কম আসতেছে। এখন মানুষ বড় বড় দোকানে চলে যাচ্ছে । এজন্য আমাদের ফুটপাতে তেমন বিক্রি হচ্ছে না।

মুসলিম ধর্মাবলম্বীদের সব বড় উৎসব ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে ডোমারে জমে উঠেছে কেনাকাটা। বাহারি রকমের কাপড় কিনতে মার্কেটগুলোতে ভিড় করছে নানা বয়সের মানুষ জন।


এএজি