Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪

জার্মানিতে ঈদুল ফিতর উদযাপিত

জার্মানিতে ঈদুল ফিতর উদযাপিত
সংগৃহীত ছবি

সৌদি আরব, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ বিশ্বের নানা দেশের সঙ্গে মিল রেখে জার্মানিতেও আজ বুধবার পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর অবশেষে জার্মানিতেও এলো মহা খুশির ঈদ।

এই উপলক্ষে দেশটির রাজধানী বার্লিনসহ দেশটির অন্যান প্রদেশের নানা শহরের মসজিদগুলোতে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে।

সকাল সাড়ে ৯টার এই জামাতে ছিল মুসল্লিদের ভিড়। এছাড়াও নয়াকোলনের কলিম্বিয়া ডাম জামে সমজিদ ও প্রবাসীদের বায়তুল মোকাররম মসজিদেও ছিল বেশ কয়েকটি ঈদ জামাত। এদিন সবগুলো ঈদ জামাতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ছাড়াও আফ্রিকার মুসল্লিদের সাথে অংশ নেন সর্বস্তরের প্রবাসী নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার বাংলাদেশিরাও।  

জামাত শেষে প্রবাসীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গল কামনা করে দোয়া করা হয় জাতি,ধর্ম - বর্ণ নির্বিশেষে দেশবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের জন্যও। সবার মাঝে বিতরণ করা হয় মিষ্টি ও সুস্বাদু ঈদের খাবার। অনেকেই টেলিফোনে দেশে থাকা স্বজনদের সাথে কুশল বিনিময় করেন। তবে জামাত শেষেই সকলে কাজের উদ্দেশ্য মাঠ ত্যাগ করেন।


টিএ