Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ১১ মে ২০২৪

কুলিক নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুলিক নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কুলিক নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের কুলিক নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামের ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন আক্তার (১০) এবং দিনাজপুর সদরের রেল স্টেশনপাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে মুসলিমা খাতুন (৮)। সে তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

জানা যায়, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে সীমান্তবর্তী কুলিক নদীতে গোসল করতে নামে ইব্রাহিম। এ সময় তার সঙ্গে মেয়ে ইয়াসমিন ও প্রতিবেশি মুসলিমাও ওই নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে ইয়াসমিন ও মুসলিমা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এসময় ইব্রাহিম চিৎকার করলে আশপাশের লোকজন নদীতে অনেক খোঁজাখুজি করে গভীর পানি থেকে ইয়াসমিন ও মুসলিমাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিন ও মুসলিমাকে মৃত ঘোষণা করে।

রাণীশংকৈল থানায় অফিসার ইনচার্জ (ওসি) সোহলে রানা বলেন, নদীতে ডুবে নিহত দুই কন্যা শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। 


কেএ