Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১২ মে ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রেন চলাচল এখন স্বাভাবিক

চুয়াডাঙ্গায় ট্রেন চলাচল এখন স্বাভাবিক
ফাইল ছবি

রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আজ সকালে বিকল হয়ে যাওয়ায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের থেকে দুই কিলোমিটার দূরে পাঁচ ফোকট নামক স্থানে সকাল ৯টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি যখন পাঁচ ফোকট এলাকায় পৌঁছায় তখন হঠাৎ করে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং ট্রেনটি থেমে যায়। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় যাত্রীদের ব্যাপক ভোগান্তি হয়।

তবে, পরবর্তীতে কোটচাঁদপুর থেকে একটি মালবাহী ট্রেনের সচল ইঞ্জিন এনে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়া হয়। বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

ট্রেনের লোকোমাস্টার জাহিদুল ইসলাম জানিয়েছেন, হঠাৎ করে ইঞ্জিনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাষ্টার মিজানুর রহমান জানান, বিকল ইঞ্জিনটি আপ লাইনের লুপে রাখা হয়েছে। ঈশ্বরদী থেকে টেকনিশিয়ান এসে ইঞ্জিনটি মেরামত করবেন। তিনি আরও জানান, এই ঘটনার কারণে অন্য কোন ট্রেনের চলাচলে ব্যাঘাত ঘটেনি।


এমআইপি

নামাজের সময়সূচী

রবিবার, ১২ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪