Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪

বাংলাদেশে পালিয়ে আর বিজিপির আরও ১১ সদস্য

বাংলাদেশে পালিয়ে আর বিজিপির আরও ১১ সদস্য
ছবি: সংগৃহীত

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে পালিয়ে এসেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১১ সদস্য। এ নিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) মোট ২৪ জন বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। 

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে টেকনাফের ঝিমংখালীর সীমান্ত দিয়ে ৩ জন ও নাইক্ষ্যংছড়ির হাতিমারাঝিরি সীমান্ত দিয়ে ৮ জন বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে, শুক্রবার ভোরে টেকনাফের নাফ নদীতে বিজিপির ১৩ সদস্য এসে বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে। এই ২৪ জনসহ মোট ২৮৫ জন বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনে আশ্রয়ে রয়েছে

শরীফুল ইসলাম জানান, এই ২৮৫ জনের মধ্যে বিজিপি ছাড়া সেনা সদস্যও রয়েছে। আগে থেকে ওখানে আরও ১৮০ জন আশ্রয়রত ছিল।

এরও আগে, গত ফেব্রুয়ারির শুরুতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ৩৩০ জন। গত ১৫ ফেব্রুয়ারি তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। । 


এমআইপি