Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবে ৫৮ জন নিহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবে ৫৮ জন নিহত
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকারী এই ফেরিতে প্রায় ৩০০ জন আরোহী ছিলেন।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কর্মকর্তারা জানিয়েছেন, নৌযানটিতে থাকা ৩০০ জনের বেশিরভাগই গত শুক্রবার (১৯ এপ্রিল) একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে ফেরিডুবিতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরার সঙ্গে কথা বলার সময় নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেন, উদ্ধারকারীরা পানি থেকে ‘৫৮ জনের মৃতদেহ’ উদ্ধার করেছে। তিনি আরো বলেন, পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা আমরা জানি না।

অবশ্য ফেরি দুর্ঘটনার পর বেঁচে যাওয়া কয়েক ডজন মানুষ বাঙ্গুইয়ের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

মরিস কাপেনিয়া, যিনি নৌকায় জায়গা না থাকায় নৌকাটি অনুসরণ করছিলেন, বলেছেন যে, তিনি জেলে ও বাসিন্দাদের সহায়তায় তার নিজের বোনসহ নিহতদের কয়েকজনের লাশ সংগ্রহ করেছেন।


এমআইপি