মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ ইউজিসি’র খসড়া কর্মপরিকল্পনায়
২০২৪-২০২৫ অর্থবছরের এপিএ কর্মপরিকল্পনা প্রণয়নে দেশের উচ্চশিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করা এবং মানসম্মত উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় গুণগতমান নিশ্চিত করতে পরামর্শ দিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রবিবার (২১ এপ্রিল) আগামী অর্থবছরের (২০২৪-২০২৫) জন্য ইউজিসি’র এপিএ চুক্তির খসড়া কর্মপরিকল্পনা প্রণয়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ পরামর্শ দেন।
ইউজিসি এপিএ কমিটির আহ্বায়ক অধ্যাপক আলমগীর বলেন, এপিএ’র কর্মপরিকল্পনা প্রণয়নে দেশের আর্থ-সামাজিক চাহিদা বিবেচনায় নিতে হবে। এ অনুসারে মানসম্মত উচ্চশিক্ষার সম্প্রসারণ এবং উচ্চশিক্ষায় সমঝোতা ও সহযোগিতা জোরদারসহ দক্ষতা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দেশের বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি বন্ধ করতে নেওয়া পদক্ষেপ তিনি এপিএ’র কর্মপরিকল্পনায় যুক্ত করার পরামর্শ দেন। এপিএ কর্মপরিকল্পনা সুনির্দিষ্ট ও লক্ষ্যভেদী করা, সময়মতো ও সুষ্ঠু বাস্তবায়নের আহ্বান জানান অধ্যাপক আলমগীর। তিনি ইউজিসিতে চলমান আইসিএসইটিইপি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট বছরের বাস্তবায়নযোগ্য কার্যাবলিও অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন।
কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ও সচিব (রুটিন দায়িত্ব) ড. শামসুল আরেফিনের সভাপতিত্বে কর্মশালায় গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, জেনারেল সার্ভিসেস, অ্যাস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহমেদ জাহাঙ্গীর, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) রেজাউল করিম হাওলাদার, আইসিএসইটিইপি'র প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আমিনুল হক আকন্দ, হিটের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসি’র উপপরিচালক ও এপিএর ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক।
এএজি