Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪

নতুন রেকর্ড গড়লেন টেইলর

নতুন রেকর্ড গড়লেন টেইলর
সংগীত শিল্পী টেইলর সুইফট

মার্কিন গায়িকা টেইলর সুইফট। তিনি যেন সংগীতের পরশ পাথর। কারণ নিজ কণ্ঠে যাই গাইছেন তাই হয়ে যাচ্ছে ইতিহাস, ভেঙে দিচ্ছে সব ধরনের রেকর্ড। সম্প্রতি প্রকাশ হওয়া তার নতুন অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ গড়ল মিউজিক প্ল্যাটফর্মে মুক্তির প্রথম দিন সর্বাধিকবার শোনার রেকর্ড। খবর : এনবিসি নিউজ

২০২০ সালের পর থেকেই যেন অপ্রতিরোধ্য মার্কিন এই পপ তারকা। কখনো কনসার্ট দিয়ে কাঁপিয়ে দিচ্ছেন একটি শহর। কখনো আবার বিলবোর্ডের টপচার্ট একাই দখল করে নিচ্ছে তার গান, সর্বোচ্চ অ্যালবাম বিক্রিতেও রয়েছে তার প্রভাব। কোথায় নেই টেইলর।

এবার নিজেকেই নিজে ছাড়িয়ে গেলেন তিনি। ভেঙে দিলেন নিজের গড়া অতীতের রেকর্ড। গায়িকার ১১তম স্টুডিও অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সর্বাধিক সংখ্যক স্ট্রিম অর্জন করে সমস্ত রেকর্ড ভেঙেছে।

অ্যালবামটি প্রকাশের দিন প্রায় ৫৫২.২ মিলিয়নের বেশি স্ট্রিমিং অর্জন করেছে। অ্যালবামের প্রতিটি ট্র্যাক গড়ে ১৭.৮১ মিলিয়ন বার স্ট্রিম হয়েছে। একই সঙ্গে অ্যাপেল মিউজিক ও স্পটাইফাইতে সর্বোচ্চ স্ট্রিমিংয়ের ইতিহাস এখন তার দখলে।

 

‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটিতে রয়েছে মোট ১৬টি গান। 


কেএ