Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ১১ মে ২০২৪

রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির খাবার পানি ও স্যালাইন বিতরণ

রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির খাবার পানি ও স্যালাইন বিতরণ
শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ করছেন বিএনপি নেতারা। (ছবি সংগৃহিত)

যখন রোদের তাপে নাভিশ্বাস জনজীবন তখন সাধারণ মানুষের মাঝে কিছুটা প্রশান্তি এনে দিতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে বিএনপি।

এরই অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ এপ্রিল) নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

এ সময় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম দাবি করেন, আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার কারণ ভারতের সহযোগিতায় সুন্দরবন ধ্বংস করে সরকারের তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। সীমান্ত হত্যা বন্ধেও সরকার ব্যর্থ বলেও দাবি তার। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতীয় আগ্রাসন বন্ধে তাদের পণ্য বয়কটের আন্দোলন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

ভারতের সহযোগিতায় সরকার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।  জয়নুল আবেদিন বলেন, ওয়ান ইলেভেন সৃষ্টি করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গেছে আওয়ামী লীগ। তবে বিএনপি ষড়যন্ত্র করে না। জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই আমরা।

 


এএজি