Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১২ মে ২০২৪

বনানীতে বাসে আগুন

বনানীতে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর নৌ সদর দপ্তরের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সেটিকে টেনেহিঁচড়ে নিয়ে পালানোর সময় যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলটির তেলের ট্যাঙ্ক রাস্তায় ঘর্ষণের ফলে তেল বেরিয়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জে কে এন্টারপ্রাইজ কোম্পানির বাসটি পুড়ে যায়।

এ ঘটনায় আহত মোটরসাইকেলটির চালক রাতে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বনানী থানার ওসি কাজী সাহান হক বিষয়টি নিশ্চিত করেন। যদিও নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল শনিবার বাস ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে চলন্ত মোটরসাইকেল ঢুকে পড়ায় আগুন ধরে যায় বাসটিতে। বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা। গতকাল শনিবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বনানীতে গিয়ে আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শী এক ট্রাফিক পুলিশ বলেন, বনানী ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী ছিটকে দূরে পড়ে যান। মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে সেটিকে বহুদূর টেনে নিয়ে যায় বাসটি। এ সময় রাস্তার সঙ্গে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কের সংঘর্ষে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। যাত্রীরা নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে মোটরসাইকেলের ট্যাঙ্ক ফেটে বাসটিতে আগুন ধরে যায়। 


কেএ