Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ২০ মে ২০২৪

গির্জাকে মসজিদ হিসেবে উদ্বোধন করলেন এরদোয়ান

 গির্জাকে মসজিদ হিসেবে উদ্বোধন করলেন এরদোয়ান
তুরস্কে চার্চকে মসজিদে রূপান্তর (ছবি সংগৃহিত)

তুরস্কের ইস্তাম্বুলে বাইজেন্টাইনের একটি গির্জাকে আনুষ্ঠানিকভাবে মসজিদ হিসেবে উদ্বোধন করলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

প্রতিবেশী দেশ গ্রিসের আপত্তি সত্ত্বেও এরদোয়ান সরকার গির্জাটিকে মসজিদ হিসেবে মনোনীত করার চার বছর পর আজ বুধবার (৮ মে) এটির উদ্বোধন করা হয়েছে। ইস্তাম্বুলের ল্যান্ডমার্ক হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করার পর, তুরস্ক ২০২০ সালে তুর্কি ভাষায় ‘কারিয়া’ নামে পরিচিত ছোরার সেন্ট সেভিয়র চার্চকেও মসজিদে রূপান্তরিত করে। 

তুরস্কের উভয় পদক্ষেপই মুসলিমদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। কিন্তু গ্রিসসহ অন্যান্য দেশ যারা তুরস্ককে বাইজেন্টাইন যুগের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলো রক্ষা করার আহ্বান জানিয়েছিল, তারা এর সমালোচনা করেছেন।

হায়া সোফিয়ার ঘটনাও অনেকটা কারিয়া মসজিদের মতোই। ইস্তাম্বুলের হায়া সোফিয়া প্রথমে ছিল একটি প্রাচীন গির্জা। ভবনটিকে মসজিদ, তারপর জাদুঘর এবং তারপর আবার মসজিদে রূপান্তরিত করা হয়। আর স্থানীয় সময় সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে মুসলিমদের জন্য কারিয়া মসজিদ আনুষ্ঠানিকভাবে খুলে দিয়েছেন এরদোয়ান।


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ২০ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪