Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪

২১শে মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেনসহ কয়েকদেশ

 ২১শে মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেনসহ কয়েকদেশ
(ছবি সংগৃহিত)

২১শে মে স্পেন, আয়ারল্যান্ডসহ ইউরোপিয়ান ইউনিয়নের আরও সদস্যদেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে। জাতিসংঘে একটি পূর্ণাঙ্গ সদস্যপদের জন্য শুক্রবার ভোট হওয়ার কথা।

আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিই বৃহস্পতিবার বলেছে, শুক্রবারের ভোটের জন্য অপেক্ষা করছিল স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং মাল্টা। তারা ২১শে মে যৌথভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা বিবেচনা করছে। এ সপ্তাহের শুরুর দিকে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব বলেছেন, মধ্য জুনের মধ্যে ফিলিস্তিনকে তার দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

 


এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২১ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪