Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ
সংগৃহীত ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ (কমলাপুর) ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার দুপুর সোয়া ২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন মাষ্টার কামরুল ইসলাম।  

তিনি জানান, শহরের চাষাঢ়া রেললাইন ক্রসিং এ রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে রেখেছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শহরের ২ নং রেলগেট রেল ক্রসিংয়ে কোনো সমস্যা নেই। তবে চাষাঢ়া স্টেশন সংলগ্ন ক্রসিং অবরোধ করায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন ফতুল্লা স্টেশনে অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, বেলা ১১ টা থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চত্বর থেকে শুরু করে বিভিন্ন গুরুপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা ট্রেন ও সড়ক পথ অবরোধ করে রেখেছে।


টিএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন