Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

জেলা সংবাদ

হোমনার দুই মুখ অন্তবর্তীকালীন সরকারে শপথ গ্রহণ 

হোমনার দুই মুখ অন্তবর্তীকালীন সরকারে শপথ গ্রহণ 
সংগৃহীত ছবি

কুমিল্লার হোমনার দুই মুখ সদ্য ঘোষিত অন্তবর্তীকালীন সরকারে শপথ গ্রহন করেন।গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) তারা দুজন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। শপথের পর আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রালয়ের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. আসিফ নজরুল এবং পরিবেশ,বনও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের দায়িত্ব পেলেন সৈয়দা রেজওয়ানা হাসান। 

তারা হলেন, হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল এবং উপজেলার শ্রীমদ্দি গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার আবদুল জলিল চেয়ারম্যানের মেজো ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক লিটুর স্ত্রী সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) নির্বাহী পরিচালক।

 সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১২ সালে ‘রামোন ম্যাগসেসে’ পুরস্কার লাভ করেন। এ ছাড়া ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ’, টাইম ম্যাগাজিনের ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ লাভ করেন।

এদিকে হোমনা উপজেলার দুজনকে সরকারের উপদেষ্টা করায় হোমনাবাসী আনন্দিত ও গর্বিত । সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে গণমাধ্যমে তাদের নাম প্রকাশের পরই উৎসুক জনতা অধিক আগ্রহ নিয়ে শপথ অনুষ্ঠান উপভোগ করেন । 

হোমনা পৌরসভার সৈয়দা রেজওয়ানা হাসানের শাশুড়ী বেগম মঞ্জুরা জলিল জানান, তার পুত্রবধুকে সরকারের উপদেষ্টা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি দেশের উন্নয়নের লক্ষ্যে দেশবাসীকে সব অন্যায় কাজ থেকে বিরত থেকে নতুন সরকারকে সহযোগিতার অনুরোধ করেন তিনি।


টিএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪