দুর্গাপূজা পালন নিয়ে যা বললেন দেব
ভারতের আরজি কর কাণ্ডের পর মাসখানেক পেরিয়ে গেছে। এটিকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল শিল্পী ও তারকারাও। সর্বশেষ আরজি কর কান্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরামের আন্দোলনে যোগ দিয়েছিলেন দেব।
ইতোমধ্যেই আসন্ন দুর্গাপূজা উৎসব ঘিরেও বিতর্ক চলছে। অনেক তারকাই আরজি কর কাণ্ডের প্রতিবাদ স্বরুপ উৎসব পালন না করার ডাক দিয়েছেন।
এ প্রসঙ্গে রংবাজ খ্যাত দেব বলেন, “উৎসবটা কী? মানুষকে একত্রিত করে রাখার জন্যই উৎসব হয়। মানুষের মনে প্রতিবাদ থাকলে, তাও উৎসবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসব মানে এই নয় যে কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে। কিন্তু আমাদেরও তো কাজ করতে হবে। সকলে তো রোজ চাকরিতে যাচ্ছেন। কত মানুষের রুজিরুটি জড়িয়ে।"
তিনি আরও বলেন, “আমাদের কাছে ৫ দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই ৫ দিনের রোজগারে। আমরা সরকারবিরোধী হতে পারি। কিন্তু বাংলার মানুষের বিরোধী তো হতে পারব না। সরকার আজ আছে। পরে হয়তো অন্য কেউ আসবে। কিন্তু মানুষের বিরুদ্ধে তো যেতে পারব না। একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষের সঙ্গে অবিচার তো করতে পারব না।”
অভিনেতা আরও বলেন, “এই ঘটনার সমাধান একটা নবান্ন ঘেরাও করে হবে না। দেশের আইনে বদল আনতে হবে। মানুষ যাতে এমন ঘটনা ঘটাতে ভয় পায়, তেমন কিছু করতে হবে।”
উল্লেখ্য, দীর্ঘ দিন পর “টেক্কা” সিনেমা দিয়ে টালিউডে ফিরছেন দেব। তার আসন্ন এই সিনেমাটির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে কলকাতায় চলমান আর জি কান্ডকে ঘিরে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। সিনেমাটিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্সিণী মৈত্র।
এএজি