Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

পুলিশ সংস্কার: আশা আর অন্ধকারের প্রকম্পন

পুলিশ সংস্কার: আশা আর অন্ধকারের প্রকম্পন
দেশ দেশান্তর ২৪.কম

দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড পুলিশ। গণঅভ্যুত্থানের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে পুলিশ সংস্কারের দাবি উঠলেও বাস্তবে কতটা অগ্রগতি হচ্ছে, তা নিয়ে অনেকেই সন্দিহান।

গত ৫ আগস্টের ঘটনার পর পুলিশের 'চেইন অব কমান্ড' ভেঙে পড়ে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে।

প্রাথমিক পদক্ষেপ

 নতুন সরকার ক্ষমতায় আসার পর কর্মকর্তা পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়। পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়।

অঙ্কুরেই বিনষ্ট সাখাওয়াতের পদক্ষেপ  

পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদেও পরিবর্তন আসে। আওয়ামী শাসনামালে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলির কারণে স্বভাবতই শীর্ষ পদে পরিবর্তন এসেছে। তবে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের পরিস্থিতি ছিল নাজুক, উদ্বেগ এবং ভীতির। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুলিশের অনেক সদস্য নিজ নিজ কর্মস্থলে এখনো যোগ দেননি। এক সপ্তাহের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তবে তিনি নানা পরিকল্পনা হাতে নিলেও সেগুলো আলোর মুখ দেখার আগেই তাকে অন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। ফলে পুলিশের সংস্কারের প্রথম পদক্ষেপ অঙ্কুরেই বিনষ্ট হয়।

অত:পর যুক্ত হন নতুন উপদেষ্টা  

অন্তর্বর্তী সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)। তিনি দায়িত্ব গ্রহণের পর আনসার বিদ্রোহের পাশাপাশি নানা সংকট দেখা দেয়। বঞ্চিতদের ব্যানারে বিভিন্ন দাবি দাওয়ার ভারে নুয়ে পড়ে সরকার। ফলে কার্যত পুলিশ সংস্কারের কাজ খুঁড়িয়ে চলতে থাকে। আনসার সদস্যদের সংকট মোকাবিলায় চলে দফায় দফায় বৈঠক। পরবর্তীতে আনসার বাহিনীর সংকট সমাধান হলেও পুলিশের নাজুক অবস্থার খুব একটা পরিবর্তন আসেনি। 

সংস্কার কমিশন গঠনের দুই মাস শেষ, সুপারিশ পেতে অপেক্ষা আরও তিন মাস

সামনের চ্যালেঞ্জ

সংস্কার কমিশন: সাবেক সচিব সফর রাজ হোসেনের নেতৃত্বে গঠিত কমিশন ১৫০ বছরের পুরনো পুলিশ আইন সংস্কারের সুপারিশ করবে। 

জনগণের আস্থা ফিরিয়ে আনা: গণঅভ্যুত্থানের পর পুলিশের উপর জনগণের আস্থা ক্ষুণ্ন হয়েছে। সংস্কারের মাধ্যমে এই আস্থা ফিরিয়ে আনা জরুরি।

আধুনিকায়ন: পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম করতে হবে।

জবাবদিহিতা নিশ্চিত করা: পুলিশ কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।

প্রশিক্ষণ: পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া জরুরি।

জনগণের সঙ্গে সম্পর্ক: পুলিশকে জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।

দুর্নীতি দমন: পুলিশ বাহিনীতে দুর্নীতি দমন করা জরুরি।

রাজনৈতিক হস্তক্ষেপ: পুলিশ সংস্কারকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা।

বাস্তবায়ন: সংস্কারের সুপারিশগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা।পুলিশ সংস্কার একটি জটিল প্রক্রিয়া। এটি একদিনে সম্পন্ন হবে না। সরকার, পুলিশ বাহিনী এবং জনগণ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কাজ সম্পন্ন করতে হবে।

 
এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪