Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বন্যায় ময়মনসিংহে শাকসবজিতে ক্ষতি ১১ কোটি টাকা

বন্যায় ময়মনসিংহে শাকসবজিতে ক্ষতি ১১ কোটি টাকা
ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ জেলায় বন্যায় প্রায় ১১ কোটি টাকার শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ময়মনসিংহের বাজারে আমদানি সরবরাহ কমে গিয়ে শাকসবজির দাম বেড়েছে।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় বন্যায় ৩৫০ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত শাকসবজির বাজারমূল্য ১০ কোটি ৭৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলার ক্ষতিগ্রস্ত উপজেলার হিসাব মতে, বন্যায় ধোবাউড়া উপজেলায় ৩০ হেক্টর, হালুয়াঘাটে ২৫ হেক্টর, ফুলপুরে ৭৫ হেক্টর, গফরগাঁওয়ে ৫০ হেক্টর, মুক্তাগাছায় ৪০ হেক্টর ও সদর উপজেলায় ৫০ হেক্টর জমির শাকসবজি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুলপুরের কইচাপুরের কৃষক কামাল হোসেন জানান, বন্যায় পানি দীর্ঘদিন অবস্থান করায় ক্ষেতের শাকসবজি পচে নষ্ট হয়ে গেছে। কোনও শাকসবজি অবশিষ্ট নাই। তিনি আরও বলেন, ‘এক একর জমিতে বেগুন, শিম, করল্লার সবজির আবাদ করেছিলাম। এই আবাদ করতে গিয়ে ৫০ হাজার টাকার ওপরে খরচ হয়েছে। ৪০ হাজার টাকা ব্যাংকঋণ নিয়ে সবজির আবাদ করি। ফলন ভালো হওয়ার অবস্থায় ছিল। আর ১৫-২০ দিন পরে ক্ষেত থেকে সবজি উঠানো যেত। কিন্তু হঠাৎ বন্যার পানি এসে পুরো সবজির আবাদ পানিতে তলিয়ে যায়। ১০ দিনের মতো পানিতে ক্ষেত তলিয়ে থাকায় সব সবজি পচে গেছে। এখন ব্যাংকঋণ কীভাবে পরিশোধ হবে আর সামনের দিনে আবাদ কীভাবে করবো, এই নিয়ে রাতে ঘুম আসে না।’

ধোবাউড়ার গোসগাঁও গ্রামের কৃষক সালাম জানান, বন্যার পানিতে এলাকার সব শাকসবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেত থেকে পানি এখনও সম্পূর্ণভাবে নেমে যায়নি। নতুন করে সবজি আবাদের আর সময় নেই। আমন ধানের পাশাপাশি সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। এখন কীভাবে সংসার চলবে আর সামনের দিনে কীভাবে আবাদ করবে কৃষকরা, এই নিয়ে সবাই চিন্তিত। তবে সরকার যদি সহজ শর্তে ব্যাংকঋণের পাশাপাশি আর্থিক সহায়তা দেয় তাহলে কৃষকরা বেঁচে যাবে।

এদিকে ময়মনসিংহ সদরের বোরোর চর এলাকার কৃষক মোতালেব জানান, বন্যার পানি দীর্ঘদিন স্থায়ী থাকায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আর উঁচু জায়গার সবজির ফলন এখনও আসেনি। এ কারণেই বাজারে শাকসবজির অতিরিক্ত দাম। তবে এ বছর সবজির যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে করে বাজারে সবজির দাম খুব একটা কমবে না বলে জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. নাসরিন আক্তার বানু বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এবং বাজারমূল্য নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকার সহায়তা পাঠালে কৃষকের মাঝে বিতরণ করা হবে।’

 
এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪