Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

শিগগিরই ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হবে: শ্রম উপদেষ্টা

শিগগিরই ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হবে: শ্রম উপদেষ্টা
সংগৃহিত ছবি

জনগণের স্বার্থে শিগগিরই ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) জাতীয় ভোক্তা সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, শিগগিরই ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হবে। এরপর তা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়। জিডিপির প্রায় ১৫ শতাংশ। এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে, একই সঙ্গে জনকল্যাণেও কাজে আসবে।

তিনি আরও বলেন, তরুণদের প্রতি আহ্বান থাকবে তারা কৃষি সেক্টরে এগিয়ে আসবে। সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে। কোনো বাধা এলে সরকার তা মোকাবিলা করবে।


টিএ

নামাজের সময়সূচী

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪