‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে সুখবর দিলেন নির্মাতা অমি
গত কয়েক বছরে নির্মাণের মাধ্যমে দর্শকমহলে তারকা খ্যাতি লাভ করেছেন কাজল আরেফিন অমি।
সিরিজটির প্রতিটি সিজনই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রথম পর্ব শেষ হতেই দর্শকরা অপেক্ষায় থাকতেন দ্বিতীয় পর্বের। একইভাবে প্রথম সিজন শেষ হওয়ার পর শুরু হতো দ্বিতীয় সিজন প্রকাশ হওয়ার অপেক্ষা। এভাবে চার চারটি সিরিজ প্রকাশ হওয়ার পর ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪।
এ সময় সিরিজিটির নিয়মিত দর্শকরা আবেগে ভাসতে থাকেন। এতে থাকা পাশা, শুভ, হাবু, কাবিলা, শিমুল, বোরহান, নাবিলা, জাকির ও অন্তরা চরিত্রগুলো দাগ কাটে দর্শকহৃদয়ে। যা এখনো ভুলতে পারেননি তারা। সোশ্যাল মিডিয়ায়র বিভিন্ন গ্রুপে এখনো সিরিজটির ক্লিপ পোস্ট করে নিজেদের অনুভূতির কথা জানান নেটিজেনরা।
এছাড়া প্রায়ই বিভিন্ন গ্রুপে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ কবে প্রকাশ হবে, তা নিয়েও আগ্রহ দেখা যায়। গত দুই বছরে এ সিরিজটি নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। আবার কয়েকদিন আগেই ফেসবুকে ‘৫’ লিখে একটি পোস্ট করেন তিনি। তাতে দর্শক ও নেটিজেনদের জল্পনা দ্বিগুণ হয়। কারও বুঝতে বাকি থাকে না যে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ নির্মাণ হতে যাচ্ছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি স্পষ্ট করেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটি দিয়ে দর্শকদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। যা বলে বোঝাতে পারব না। গত দুই বছরে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ৫ নম্বর সিরিজ আসবে, এমনটা প্রায়ই শুনতে হয়েছে।
তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ অবশ্যই আসবে। এটি নির্মাণ করব। দর্শকরা যেহেতু চাইছেন, তাদের কথা ভেবেই এটি করব। তবে ঠিক কবে কিংবা কী পর্যন্ত এটি আসবে, তা এখনই বলা যাচ্ছে না। কেননা, প্রতিটি ভালো কাজের জন্যই যথেষ্ট সময় প্রয়োজন। সিরিজটি নির্মাণের জন্য পরিকল্পনা রয়েছে আমার। এ জন্য বলা যায়, আপাতত এটি পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কিন্তু এখনো কাজ শুরু করিনি। সবকিছু চূড়ান্ত হলে তখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।
এএজি