Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

'আমি দুঃখিত, আমি মানুষ হিসেবে ব্যার্থ "- চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

'আমি দুঃখিত, আমি মানুষ হিসেবে ব্যার্থ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ আত্মহত্যার আগে ভোর ৪ টা ৫৭ মিনিটে একটি চিরকুটে তিনি লিখে যান, ‘I am sorry, I failed as a human.

শুক্রবার (১ নভেম্বর) সকালের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্ল্যাট বাসার রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে এটি আত্মহত্যা। সে চিরকুট লিখে আত্মহত্যা করছে। পারিবারিক সমস্যার কারনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রীর লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। সে চিরকুট লিখে আত্মহত্যা করছে। পারিবারিক সমস্যার কারনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি। 

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, এক ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে ছাত্রীর লাশ থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪