ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বুধবার (৩০ অক্টোবর) রাতে ইউরোপে বসবাসরত বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সংগঠন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন (ইবিজেএ) এর নেতৃবৃন্দ প্রায় তিন ঘন্টাব্যাপী এক ভার্চুয়াল বৈঠক করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন জার্মানি থেকে সভাপতি হাবিবুর রহমান হেলাল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতালি থেকে সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে সংগঠনটির নব নির্বাচিত আন্তর্জাতিক সম্পাদক কবির আহমেদ।
সভাপতির অনুমতি নিয়ে সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ভার্চুয়াল বৈঠকে উপস্থিত সাংবাদিক সহকর্মীদের এজেন্ডা ভিত্তিক আলোচনা পরিচালনা করেন। বৈঠকের মাঝামাঝি সময়ে সভাপতি হাবিবুর রহমান হেলালের অনুরোধে ভিয়েনা থেকে প্রধান উপদেষ্টা নব গঠিত নতুন পূর্ণাঙ্গ কমিটির নাম
ঘোষণা করেন। নাম ঘোষণার পর সংগঠনের সদস্যরা পুনরায় আলোচনায় মিলিত হন।
ভার্চুয়াল বৈঠকে পেশাগত ডিউটির জন্য কয়েকজন সদস্য উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। সভায় আগামী এপ্রিল মাসে পবিত্র রমজান মাসের পর গ্রিসের রাজধানী এথেন্সে দুই বছর মেয়াদি কার্যকরী কমিটির এক জাঁকজমক অভিষেক অনুষ্ঠানের ব্যাপারে সবাই একমত প্রকাশ করেন।
ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এরম নব নির্বাচিত সদস্যবৃন্দঃ
■ সভাপতি: হাবিবুর রহমান হেলাল (চ্যানেল আই, জার্মানি)
■ সহ সভাপতি: এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি আই অন টিভি ইউকে,ফ্রান্স) সহ সভাপতি: শাহীন খলিল কাউছার (জিটিভি, ইতালি)
■ সাধারণ সম্পাদক: এসকে এমডি জাকির হোসেন সুমন (যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠ, ইতালি)
■ যুগ্ম সম্পাদক: জহিরুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর, এবং সম্পাদক ও প্রকাশক বিডি নিউজ ইইউ ২৪ ডট কম, গ্রিস)
■ সহ সম্পাদক: রহমান মাহবুবুর (ফ্রান্স দর্পণ, সুইজারল্যান্ড)
■ অর্থ সম্পাদক: মোহাম্মদ উল্লাহ সোহেল (বাংলা ভিশন, ইতালি)
■ সহ অর্থ সম্পাদক: মোহাম্মদ তাহির হোসেন (দৈনিক মানবকন্ঠ, পর্তুগাল)
■ সাংগঠনিক সম্পাদক: জিয়াউর রহমান খান সোহেল (স্বদেশ বিদেশ ও এমকে টেলিভিশন,ইতালি)
■ দপ্তর সম্পাদক: ইসমাইল হোসেন স্বপন (দৈনিক কালবেলা ও এনটিভি ইউকে,ইতালি)
■ আন্তর্জাতিক সম্পাদক: কবির আহমেদ (টিভি ওয়ান ইউকে ও ইউরো বাংলা টাইমস,অস্ট্রিয়া)
■ প্রচার সম্পাদক: শাহ্ সোহেল (সম্পাদক বাংলা টেলিগ্রাম, ফ্রান্স)
■ সাহিত্য সম্পাদক: কাজী মাহফুজ রানা (চ্যানেল প্রবাহ ও নিউজ টোয়েন্টিফোর, আয়ারল্যান্ড)
■ মহিলা সম্পাদক: নাজনীন আখতার (আই অন টিভি ইউকে,ইতালি)
■ সাংস্কৃতিক সম্পাদক: খন্দকার মেভিজ পরমা (বিডি নিউজ ইউরোপ,গ্রিস)
■ ক্রীড়া সম্পাদক: নজরুল ইসলাম বিপ্লব (এভিয়েশন নিউজ,জার্মানি)
■ অভিবাসন সম্পাদক: কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (মাইগ্রেশন বাংলা ও এসএ টেলিভিশন,গ্রিস)
■ সমাজ কল্যাণ সম্পাদক: সাবুল আহমেদ (ম্যাপ টিভি ও প্রতিদিনের বাংলাদেশ, ফ্রান্স)
■ সম্মানিত সদস্য: বিটু বড়ুয়া (সময় টিভি, ফ্রান্স)
■ সম্মানিত সদস্য: মাহবুবুর রহমান (এডিটর ইন চীফ, ইউরো বাংলা টাইমস, অস্ট্রিয়া)
■ সম্মানিত সদস্য: ফাহিম হোসেন মুন্না (মাইগ্রেশন টেলিভিশন, ইতালি)
উপদেষ্টামন্ডলী:
■ প্রধান উপদেষ্টা: মাহবুবুর রহমান (অস্ট্রিয়া)
■ উপদেষ্টা: সফিকুল ইসলাম (জার্মানি)
■ উপদেষ্টা: সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি)
টিএ