চবিতে সিইউআরএইচএস এর আয়োজনে "মাস্টারিং থিসিস রাইটিং" কর্মশালা অনুষ্ঠিত

উচ্চশিক্ষা ও গবেষণা ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) আয়োজনে "মাস্টারিং থিসিস রাইটিং "শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) ও সোমবার (৪ নভেম্বর) দুপুর ১:৪৫ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে দুই দিন ব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে আগত শিক্ষার্থীরা থিসিস লেখার কৌশল, তথ্য বিশ্লেষণ, গবেষণার পরিকল্পনা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ গ্রহণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি ও থিসিস রচনায় সহায়তা প্রদান করতে দুই দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড.মাহবুব হাসান। তিনি থিসিস রচনার বিষয় নির্বাচন, রিসার্স পেপার পর্যালোচনা, গবেষণা ও থিসিস রচনার প্রক্রিয়া, রেফারেন্সিং এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এছাড়া অতিথি হিসেবে ছিলেন সিইউআরএইচএস-এর সভাপতি কাবেরী দাশ, সহ সভাপতি সানজিদা সিদ্দিকা হক প্রিমা, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান রাকিব। আরও উপস্থিত ছিলেন সিইউআরএইচএস এর নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
সিইউআরএইচএস-এর সভাপতি কাবেরী দাশ বলেন, " গবেষণার মানোন্নয়ন ও থিসিস রচনায় দক্ষতা অর্জন নিশ্চিত করার জন্য আমাদের এই কর্মশালা আয়োজন করা হয়েছে। আশা করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতা অর্জনে সহায়ক হবে।"
কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এই ধরনের কর্মশালার আয়োজনের আশা ব্যক্ত করেন।" কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী কে সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি গবেষণা ও উচ্চশিক্ষামূলক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাঙ্গনে গবেষণা কার্যক্রম প্রসারে কাজ করে যাচ্ছে।
এএজি