Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সংগৃহিত ছবি

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন । দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (১১ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল আরাবিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। মন্ত্রণাল্য বলেছে, সাকসাকিয়েহের উপর ইসরায়েলি শত্রুর হামলা চালিয়েছে। এতে প্রাথমিকভাবে সাতজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

লেবাননের সরকারী ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে যে হামলাটি "একটি বাড়িকে লক্ষ্য করে হয়েছে। এ ঘটনায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।

এর আগে রোববার (১০ নভেম্বর) লেবাননের জবেইল জেলার আলমাতে হামলা চালিয়ে তিন শিশুসহ অন্তত ২০ জনকে হত্যা করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন ইসরায়েলি হামলায় রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে।

আলমাতের শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামটি খ্রিস্টান অঞ্চলে অবস্থিত। এটি দক্ষিণ বৈরুত এবং দক্ষিণ ও পূর্ব লেবাননের হিজবুল্লাহর ঐতিহ্যবাহী শক্তিশালী ঘাঁটির বাইরে। এর আগে বৈরুতে সেপ্টেম্বরের শেষের দিক থেকে ইরান-সমর্থিত আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েল। তবে নতুন করে আলমাতে হামলা চালায় দখলদার বাহিনী।


টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪