Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ছাত্র-শিক্ষকদের গবেষণামুখী করাই আমার প্রধান লক্ষ্য: বিএমবি চেয়্যারম্যান

ছাত্র-শিক্ষকদের গবেষণামুখী করাই আমার প্রধান লক্ষ্য: বিএমবি চেয়্যারম্যান
ফাইল ফটো

বিএমবি বিভাগের মৌলিক সংকটগুলো দূর করে ছাত্র-শিক্ষকদের গবেষণামুখী করাই আমার প্রধান ইচ্ছা বলে মন্তব্য করেছেন নোবিপ্রবি উপ- উপাচার্য ও বিএমবি বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি (বিএমবি) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন উপ- উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ রেজুয়ানুল হক।

সোমবার (১১ নভেম্বর ) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক কে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।

এতে আরো উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এই দায়িত্বটি পালন করবেন । এছাড়াও বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে নোবিপ্রবি উপ- উপাচার্য ও বিএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, "আমাদের বিএমবি বিভাগের মৌলিক হলো সমস্যা ক্লাস সংকট ,ল্যাব সংকট ও শিক্ষক সংকট।এই সমস্যা সমাধানের পরপরই আমার ইচ্ছা ছাত্র এবং শিক্ষকদের গবেষণামুখী করা পাশাপাশি ছাত্র শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা।"


টিএ