Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল

ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইসরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে গত ২৬ অক্টোবর তেহরানে পাল্টা হামলা চালায় তেলআবিব। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্রও। হামলাটি সফল হয় এবং কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়।

তখন এ খবর ইরান গোপন রাখলেও শুক্রবার (১৫ অক্টোবর) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে তা প্রকাশ্যে আসে। এর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পারচিন সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি তেহরানের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে।

২০০৩ সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণাকেন্দ্রটি। তখন সেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো। ইসরায়েলি হামলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। ওই যন্ত্রপাতি পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয়।

 
কেএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪