Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ভারতে পেঁয়াজের দাম গত পাঁচ বছরে তুলনায় সর্বোচ্চ

ভারতে পেঁয়াজের দাম গত পাঁচ বছরে তুলনায় সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

ভারতে পেঁয়াজের দাম পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। কিছুদিন আগেও যে পেঁয়াজ প্রতি কেজি ৪০-৬০ রুপিতে বিক্রি হয়েছে, পাইকারি বাজারে এখন তার দাম উঠেছে ৬০–৭০ রুপিতে। নভেম্বরের শেষ দিকে পেঁয়াজের দাম কমার আশ্বাস দিয়েছে সরকার।

আজ (১৬ নভেম্বর) খবর ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেঁয়াজ ছাড়াও ভারতে বেড়েছে আলু, টমেটোর দাম।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে মাত্র ৪ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ২১%। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে গড়ে ৬০ রুপি কেজি দরে।

ভারতের সবচেয়ে বড় পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওতে অবস্থিত। ৪ নভেম্বর সেখানে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৭.৭০ রুপিতে। যা ৭ নভেম্বর বেড়ে দাড়ায় ৫৭.৭০ রুপিতে। দাম এখনও সেই পর্যায়েই আছে।

 


এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪