Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পাকিস্তানের পাঞ্জাবে ঝরানো হলো কৃত্রিম বৃষ্টি

পাকিস্তানের পাঞ্জাবে ঝরানো হলো কৃত্রিম বৃষ্টি
সংগৃহিত ছবি

পাকিস্তানের পাঞ্জাবে ঝরানো হলো কৃত্রিম বৃষ্টি

বিষাক্ত কুয়াশায় ছেয়ে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহর -ফাইল ছবি

বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় দেশীয় প্রযুক্তিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কিছু অংশে ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। শনিবার (১৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রেডিও পাকিস্তান বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় শহর ঝিলাম, চাকওয়াল, তালাগাং এবং গুজার খান এলাকায় ‘ক্লাউড সিডিং’ করে। এর কয়েক ঘণ্টা পরই ঝিলাম এবং গুজার খানে বৃষ্টিপাত হয়।

‘ক্লাউড সিডিং’ হলো আবহাওয়া পরিবর্তনের একটি প্রযুক্তি। এরমাধ্যমে মেঘের মধ্যে বৃষ্টি সৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করা হয়। এই প্রযুক্তিতে নির্দিষ্ট ধরনের জমাট বাঁধা মেঘের ভেতর ছোট আকৃতির বরফ নিউক্লিয়াস ছিটিয়ে দেওয়া হয়। এতে করে বৃষ্টিপাত হয়।

গত বছরের ডিসেম্বরে আরব আমিরাত সর্বপ্রথম পাকিস্তানের লাহোরে কৃত্রিম বৃষ্টি ঝরায়। তারা তাদের নিজস্ব বিমান ও প্রযুক্তি ব্যবহার করে এই কাজটি করে। আরব আমিরাত তাদের শুষ্ক অঞ্চলে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টি ঝরানোর পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতির ব্যবহার যুক্তরাষ্ট্র, চীন এমনকি ভারতেও রয়েছে।

এদিকে পাকিস্তানে নিজস্ব পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি ঝরানোর কাজটি যৌথভাবে করেছে পাঞ্জাব সরকার, পাকিস্তান সেনাবাহিনীর বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন বিশেষজ্ঞরা, সেনাবাহিনীর এভিয়েশন বিভাগ এবং পরিবেশ সুরক্ষা সংস্থা।

আবহাওয়ার ভয়াবহ অবনতির কারণে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বায়ুদূষণের কারণে গত কয়েকদিনের মধ্যে কয়েক হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষাক্ত কুয়াশায় পাঞ্জাবের রাজধানী লাহোরসহ বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে। পাঞ্জাবের এমন বাজে আবহাওয়ার জন্য ভারতকে দায়ী করে থাকে পাকিস্তান।

সূত্র: আরব নিউজ পাকিস্তান
টিএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪