ইসরায়েলি হামলায় ৭২ জনের মৃত্যু
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৭২ জনের মৃত্যু হয়েছে। গাজার সরকারী মিডিয়া অফিস বলেছে, গাজার উত্তরে একটি আবাসিক টাওয়ারে ইসরায়েল হামলা করেছে। সেখানে ছয়টি ফিলিস্তিনি পরিবার ছিলেন। এতে ৭২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩৯ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, এই হতাহতের পর উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৪৬০ জনে। ১৩ মাসের বেশি সময় ধরে চলা দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন এক লাখ তিন হাজার ৭৪০ জন ফিলিস্তিনি।
এর আগে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, রোববার সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে বুরেইজ শরণার্থী ক্যাম্পে। সেখানে ১০ জন নিহত হয়েছেন। একই ক্যাম্পের অন্য একটি বাড়িতে করা হামলায় এক নারী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। এছাড়া দক্ষিণের রাফাহ শহরে ইসরায়েলি ড্রোন থেকে ছোঁড়া মিসাইলে পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। পাশাপাশি মধ্য গাজার নুসাইরাত ক্যাম্পে একটি বাড়িতে চালানো হামলায় তিন নারী এবং এক শিশু নিহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলের প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হন। সেদিনই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৩ মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে নেতানিয়াহুর দেশ।
টিএ