Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিসিবিতে যুক্ত হয়েছেন আরও এক দেশি কোচ

বিসিবিতে যুক্ত হয়েছেন আরও এক দেশি কোচ
সংগৃহিত ছবি

সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে বইছে পালাবদলের হাওয়া। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরে বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবার মেয়েদের ক্রিকেটে যুক্ত হয়েছেন আরেক দেশি কোচ সারোয়ার ইমরান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও একসময় প্রধান কোচ ছিলেন ইমরান। পরবর্তীতে কাজ করেছেন বিসিবির বিভিন্ন পর্যায়ের কোচিং প্যানেলে। সবশেষ এবার যুক্ত হয়েছেন অনূর্ধ্ব ১৯ নারী দলের সঙ্গে। তার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। 

আজ (বুধবার) মিরপুরে নারীদের আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে স্পন্সর ঘোষণা করা হয়। সেখানে ফাহিম বলেন, 'আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না সাম্প্রতিক সময়ে কিন্তু জয়েন করেছেন ওয়ান অফ দ্য লিডিং কোচ সরোয়ার ইমরান। বিসিবিতে সে জয়েন করেছেন। সে অনূর্ধ্ব ১৯ মেয়েদের দায়িত্বে আছে এই মুহূর্তে। তাতে করে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা গুরুত্ব দিচ্ছি।'

'অদূর ভবিষ্যতে একটা প্লান নিয়েই আমরা মেয়েদের ব্যাপারে এগিয়ে যাব। তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। সামনের দুই বছরের মধ্যে নারী ক্রিকেটে আমরা অনেক কিছুই দেখতে পাব, যা আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।'


টিএ

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪