Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আপাতত বিয়ে থেকে বিরত থাকবেন উর্বশী

আপাতত বিয়ে থেকে বিরত থাকবেন উর্বশী
উর্বশী রাউতেলা

বলিউডের গ্ল্যামার গার্ল অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। আগামী আড়াই বছরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। সম্প্রতি এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। এ নিয়ে অভিনেত্রী বলেন,‘আমি জ্যোতিষশাস্ত্র অনুসরণ করি। এর নিয়ম মেনে চলার চেষ্টা করি। সে অনুযায়ী এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।’

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেজন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন এই নায়িকা।

‘সনম রে’, ‘হেট স্টোরি ৪’, ‘পাগলপান্তি’ ইত্যাদি নানা সিনেমায় অভিনয় করতে দেখা গেছে উর্বশী রাউতেলাকে। অভিনয় করেছেন দক্ষিণি সিনেমাতেও। তবে বক্স অফিসে এখনো সেভাবে সফলতার মুখ দেখেনি এ নায়িকার কোনো সিনেমা।

 


কেএ

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪