Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

‘দেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না’

‘দেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না’
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেছন, বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আলিফকে হিন্দু আইনজীবী ভেবে মুসলিমরা হত্যা করেছে— এটা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। 

বুধবার (২৭ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত দোয়া ও সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসুদ বলেন, ইসকন ইহুদিবাদের আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠার পর ভারতে সনাতন ধর্মাবলম্বীগুরুরা তার তীব্র নিন্দা জানিয়েছিল এবং প্রতিষ্ঠাতাকে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছিল। এদের উদ্দেশ্যই এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ইসকন মানেই সনাতনী নয়, তার প্রমাণ পুরান ঢাকার স্বামীভাগে সনাতনীদের মন্দির দখল করে নিয়েছে উসকন। সিলেটে রথ যাত্রায় হামলা করেছে, বিভিন্ন এলাকায় সনাতনীদের জমি দখল করে নিয়েছে তারা। আপনারা সব মিডিয়া ইসকনের প্রোগ্রামকে সনাতনীদের প্রোগ্রাম বলে প্রচার করেছেন। আপনারা কী মনে করেন ইসকন মানেই সনাতনী? তাহলে হাজার হাজার সনাতনী ভাই-বোনেরা যারা ইসকনের জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতেন, তারা কারা?

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইসকনকে একটি শুধু সনাতনী সংগঠন হিসেবে প্রচার করার কারণেই আজকে এই পরিস্থিতি। ইসকন তার শুরু থেকেই ষড়যন্ত্রে লিপ্ত। তারা বহু যুব ও কিশোরদের জঙ্গিবাদের সঙ্গে জড়িয়েছে। এই ইসকন শুধু এই আইনজীবী আলিফকেই হত্যা করেনি, পাহাড়ে একজন নওমুসলিম ইমামকেও হত্যা করেছিল।

এসময় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মাহিন সরকার, নুসরাত তাবাসসুম, সিনথিয়া জারিন আয়েশা, রফিকুল ইসলামসহ আরও অনেকে। সমাবেশ শেষে আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা ও সম্প্রীতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 
এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন