Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শ্রমিকদের সমস্যাগুলো শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে :সাখাওয়াত হোসেন

শ্রমিকদের সমস্যাগুলো শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে :সাখাওয়াত হোসেন
সাখাওয়াত হোসেন

শ্রম খাতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বিস্তার করতে হবে। পাশাপাশি এর কেন্দ্রগুলোর মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য, সেফটি ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণায় কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের সমস্যা সমাধানে জীবনের ঝুঁকি নিতেও রাজি আছি। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে শ্রমিকদের মাঝে যে অসন্তোষ তা দূর করতে কিছুটা সময় লাগবে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন এবং আন্তর্জাতিক শ্রমমানদণ্ড বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 
এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন